ফোর-জি লাইসেন্স ইস্যু, নবায়ন বা স্পেকট্রাম ফি‘র ওপর মোবাইল ফোন অপারেটরদের সাড়ে সাত শতাংশ ভ্যাট কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
এনবিআর’র জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে। চলতি বছরের পহেলা জুলাই থেকে এটি কার্যকর হবে।
পরিপত্রে বলা হয়, জনস্বার্থে বিটিআরসি থেকে মোবাইল অপারেটরদের ফোর-জি লাইসেন্স ইস্যু বা নবায়নের ক্ষেত্রে, বিটিআরসি থেকে প্রাপ্ত বা প্রাপ্য লাইসেন্স বা টেকনোলজি নিউট্রালিটি ফি বা স্পেকট্রাম ফি বাবদ নির্ধারিত অর্থের ওপর মূল্য সংযোজন করের পরিমাণ কমানো সমীচীন। ২০১৯ সালে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের পর এসব সেবা নিতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হতো মুঠোফোন অপারেটরদের।