ইউগভ পরিচালিত এক জরিপে বলা হয়েছে, ৪০ শতাংশ জার্মান নগরিক ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পক্ষে রায় দিয়েছেন। ২৭ শতাংশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার বিপক্ষে এবং ৩৩ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেয়নি। খবর আল জাজিরা
জরিপে আরও বলা হয়েছে, অধিকাংশ জার্মানি মনে করেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা উচিত নয়। ৫১ শতাংশ বলছেন ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ আরোপ করা উচিত। তবে ২৬ শতাংশ এ পদক্ষেপের বিরুদ্ধে মত দিয়েছেন।
জার্মানির বামপন্থি জোট সরকারের প্রধান চ্যান্সেলন ওলাফ শলৎজ বরাবরই ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়টি প্রত্যাখান করে আসছেন। তারা বলছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে এটা সঠিক সময় নয়।
সম্প্রতি স্লোভাকিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। মূলত গত মাসে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পর দেশটির এমন সিদ্ধান্ত নেয়।
এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৩৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ৮৩ হাজার ৫৩০ জন।