আর ঠিক ১০০ দিন বাকি৷ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প কি আবার জয়লাভ করতে পারবেন? নাকি হোয়াইট হাউসে তাঁর দ্বিতীয় ইনিংস হাতছাড়া হয়ে যাবে?
করোনা সংকট ও অর্থনীতির উপর সেই সংকটের মারাত্মক প্রভাবের মাঝে কার্যত সব জনমত সমীক্ষায় ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের থেকে বেশ পিছিয়ে রয়েছেন৷ তবে ভোটারদের মতিগতি বুঝতে এমন সমীক্ষা যে নির্ভরযোগ্য নয়, চার বছর আগের নির্বাচনে তা আবার স্পষ্ট হয়ে গিয়েছিল৷ ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিন্টন আপাতদৃষ্টিতে এগিয়ে থেকেও নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যান৷
রবিবার ট্রাম্প ভোটারদের মন জয় করতে প্রচার শুরু করেন৷ তাঁর মতে, ‘নীরব সংখ্যাগরিষ্ঠ’ ভোটাররাই তাঁকে ক্ষমতায় ফিরিয়ে আনবেন৷ জনমত সমীক্ষায় খারাপ ফলাফল সত্ত্বেও দমে যাবার পাত্র নন ট্রাম্প৷
এক টুইট বার্তায় তিনি দাবি করেন যে অনেকের মতে তাঁর প্রচারে যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তা অ্যামেরিকার ইতিহাসে অনেক প্রচার অভিযানের সময়ে দেখা যায় নি৷
মনকি তাঁর মতে, ২০১৬ সালে তাঁর নিজের প্রচারকেও ম্লান করে দিচ্ছে ২০২০ সালের অভিযান৷ সূত্র: ডয়েচে ভেলে