করোনাভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার বিকেলে একটি টুইটবার্তায় নিজেই সে কথা জানিয়েছেন।
শাহ বলেন, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি।
গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেনস, তাঁরা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।’
নিউজ ডেস্ক/বিজয় টিভি