কঙ্গোর সহিংসতাপূর্ণ পূর্বাঞ্চলে এক হামলার ঘটনায় কমপক্ষে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা এ হামলার জন্য এডিএফ মিলিশিয়াদের দায়ী করেছে। তারা জানায়, নববর্ষের শুরুতে দেশটির সেনাবাহিনী কৃষিজমিতে ২৫ জন বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করে। এরপরই তারা এডিএফ মিলিশিয়াদের তাড়া করে।
দেশটিতে মিলিশিয়া গোষ্ঠীর এডিএফ জঙ্গিরা পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বেশ সক্রিয় রয়েছে। গত বছরও তারা হামলা চালিয়ে শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করে।