তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সামিয়া সুলুহু হাসান।
শুক্রবার, তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট সামিয়া হাসান প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন।
শপথ শেষে, সততার সঙ্গে তানজানিয়ার সংবিধান সমুন্নত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। ২০১৫ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন সামিয়া। ৬১ বছর বসয়ী এই নারীকে মানুষ ভালোবেসে মামা সামিয়া নামে ডাকেন।
গত বুধবার, দেশটির সরকারি টিভিতে তিনি মাগুফুলির মৃত্যুর খবর ঘোষণা করেন। যদিও বিরোধীদের দাবি মাগুফুলি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন।