উত্তর কোরিয়া জাপান সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
আজ, এ ক্ষেপণাস্ত্র দুটি চালানো হয় বলে নিশ্চিত করেন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়া ও জাপানের পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানো হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী এ পরীক্ষাকে পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। তবে, হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে, গত রোববার, স্বল্প পাল্লার দুটি নন-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং।