কৃষ্ণসাগরে ১৩৫ বিলিয়ন ঘনমিটার নতুন প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছেন, তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোয়ান।
সম্প্রতি, জঙ্গুলডাকের ফিলিওস বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
রাষ্ট্রপতি এরদোয়ান বলেন, ফাতিহ ড্রিলিং জাহাজ এ নতুন প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছে। জাহাজটি গত বছর, ৪০৫ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছিল। সবমিলিয়ে কৃষ্ণসাগরে তাদের মোট গ্যাস আবিষ্কার রিজার্ভ ৫৪০ বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে।