শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি কিনা বাসস্টপে।
হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে দাপ্তরিক কাজের আদর্শ হিসেবে বিবেচনা করা খোদ যুক্তরাজ্যে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি পাওয়া গেছে ইংল্যান্ডের কেন্ট কাউন্টির এক বাসস্টপে। আর এসব নথিতে রয়েছে ক্রিমিয়া সংশ্লিষ্ট ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার ও সামরিক বাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য।
গত মঙ্গলবার, প্রায় ৫০ পাতার এই নথি বাসস্টপের পেছনে স্যাঁতস্যাঁতে একটি জায়গায় পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সেই নথি পেয়ে তা তুলে দেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির হাতে। নথিতে ইমেইল ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও ছিল। আর এতেই নড়েচড়ে বসেছে ব্রিটেনের সরকার।