চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের পর এমনিতেই মন খারাপ লিভারপুল সমর্থকদের। এর মধ্যে এল তাঁদের জন্য আরও একটি দুঃসংবাদ। দল ছাড়ছেন কয়েক মৌসুম ধরে লিভারপুলের অন্যতম প্রাণভোমরা সাদিও মানে। এই মৌসুমেই তিনি দল ছেড়ে যাবেন বলে জানিয়েছে স্পেন ও ইংল্যান্ডের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
অলডেদের সঙ্গে মানের বর্তমান চুক্তির মেয়াদ আছে আরও এক বছর। তবে কিছুদিন আগেই সেনেগালের এই ফরোয়ার্ড জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই জানা যাবে আগামী মৌসুমে তিনি লিভারপুলে থাকবেন নাকি পাড়ি জমাবেন অন্য কোথাও। তবে মানের পরবর্তী ঠিকানা বায়ার্ন মিউনিখ হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
২০১৬ সালে ৩৪ মিলিয়ন পাউন্ডে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন মানে। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ‘অল রেড’দের জার্সিতে ২৬৯ ম্যাচে গোল করেছেন ১২০টি। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতার পর, ২০২০ সালে ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লিভারপুল দলের অন্যতম সেরা পারফরমার তিনি।
এদিকে এই মৌসুমে সেনেগালের হয়ে জিতেছেন আফ্রিকান কাপ অব নেশনসের শিরোপা। ফাইনালে হারিয়েছেন লিভারপুলেরই সতীর্থ মোহাম্মদ সালাহর মিসরকে। ক্লাবের হয়ে লিগ কাপ ও এফএ কাপের শিরোপাও জিতেছেন তিনি। তবে ম্যানচেস্টার সিটির চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে থাকায় ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হয়নি লিভারপুলের। শনিবার, রিয়াল মাদ্রিদের কাছে লিভারপুল ১-০ গোলে হারায় ক্যারিয়ারের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ট্রফিটা জেতা হলো না মানের।