আর কিছুদিন পরেই ফুটবল প্রেমিদের মাতাতে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ যতই এগুচ্ছে, ততই যেন দুর্বোধ্য হয়ে উঠছে আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়ের পর এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তারা। ম্যাচটিতে মেসি একাই করেছেন ৫ গোল।
লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি যেন দুর্দান্ত ফর্মে রয়েছে। যে কারণে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হট ফেবারিট বলাই যায়। অনেকেই বলছেন, এমন চলতে থাকলে মেসির হাতে বিশ্বকাপ ওঠাটা বিস্ময়কর কিছু হবে না।
বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টাইন সমর্থকদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ। ফিফা র্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে আসছে মেসির আর্জেন্টিনা। এরই মধ্যে তারা রয়েছে চতুর্থ স্থানে। ব্রাজিল এবং বেলজিয়াম রয়েছে আর্জেন্টিনার আগে।
আগামী সপ্তাহে যে র্যাংকিং প্রকাশিত হতে যাচ্ছে, তাতে আর্জেন্টিনা উঠে আসবে তৃতীয় স্থানে। র্যাংকিং প্রকাশের আগেই এই খবর জানিয়েছে, আর্জেন্টাইন সংবাদ মাধ্যম।
শুধু তাই নয়, রেটিং পয়েন্টে ব্রাজিলের খুব কাছাকাছিও পৌঁছে যাবে আর্জেন্টিনা। ব্রাজিল রয়েছে বর্তমানে ফিফা র্যাংকিংয়ে এক নম্বরে, এবং আগামী সপ্তাহে প্রকাশিবত্য র্যাংকিংয়েও তারা এক নম্বরেই থাকবে।
উয়েফা নেশন্স লিগে বাজে খেলতে থাকা ফ্রান্সকে তৃতীয় স্থান থেকে সরিয়ে দেবে আর্জেন্টিনা। তবে দ্বিতীয় স্থানেই থাকছে বেলজিয়াম।