এমবাপ্পে যে ক্লাবটিতে খেলেন, সেখানে রয়েছেন মেসি, নেইমারদের মতো গ্রেট ফুটবলাররা। তবে ব্যালন ডি’অরের সেরা ৩০-এ জায়গা পেয়েছেন কেবল এমবাপ্পে।
এদিকে ব্যালন ডি’অর নিয়ে নিজের মতামত জানিয়েছেন পিএসজি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এবং এই মতামত জানাতে গিয়ে খানিকটা আফসোসই ঝরে পড়লো ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফুটবলারের কণ্ঠ থেকে। তার মতে, রিয়াল মাদ্রিদ হচ্ছে- ব্যালন ডি’অর মেশিন। অর্থ্যাৎ, এমবাপ্পের মনোভাবটা এমন, যেন রিয়ালে যেতে পারলে ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা তারও ছিল।
ফরাসি এই ফুটবলার জানান, করিম বেনজেমাই এবার ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার। তিনি বলেন, বেনজেমা এই ৩৪ বছর বয়সে এসে যেভাবে মৌসুমটা শেষ করলেন, তা সত্যিই অবিশ্বাস্য। রিয়াল মাদ্রিদকে আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেয়ার সবচেয়ে বড় কারিগর ছিলেন তিনি।
এমবাপ্পে আশাবাদী, একদিন না একদিন তিনি এই পুরস্কারটি জিততে পারবেন। তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ, মাঠে নিজের মাথা উঁচু রাখতে পারা। তবে, আমি নিশ্চিত একদিন না একদিন এই পুরস্কারটি আমি জিততে পারবো এবং সেটা পিএসজিতে থেকেই।