এক এক করে সব জায়গা থেকেই প্রত্যাখ্যাত হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে মরিয়া এই পর্তুগীজ মহাতারকার প্রতি আগ্রহ দেখাচ্ছে না কেউ-ই।
সবশেষ তিনি জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের কাছে তার এজেন্ট হোর্হে মেন্দেসের মাধ্যমে প্রস্তাব পাঠান। গত শুক্রবার সেই প্রস্তাব সম্মানের সঙ্গে প্রত্যাখ্যান করে জার্মানির ক্লাবটি।
ডর্টমুন্ড যে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে চায় না, ব্যাপারটা তা নয়। জানা গেছে, আপাতত রোনালদোর মতো বড় তারকাকে দলে ভিড়িয়ে মোটা অঙ্কের টাকা খরচ করতে চায় না ক্লাবটি।
ম্যানইউ ছেড়ে চ্যাম্পিয়নস লিগে খেলছে এমন একটি ক্লাবে যেতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না রোনালদো। ইউরোপের বড় বড় ক্লাবগুলোকে নিজ থেকেই প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সব জায়গা থেকেই প্রত্যাখ্যাত হচ্ছেন সি আর সেভেন।
এ পর্যন্ত রোনালদো বায়ার্ন মিউনিখ, চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসজি ও ডর্টমুন্ডে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন সময়ই বলে দিবে ভাগ্যে কি আছে পর্তগিজ এই তারকার।