আফগান পেসার ফরিদ আহমেদের শর্ট বল ডিপ মিডউইকেট দিয়ে উড়িয়ে সীমানা পার করেই হেলমেট খুলে ব্যাট উঁচু করে ধরলেন কোহলি। মুখে চওড়া হাসি। অনেক দিন পর ফিরে পাওয়ার হাসি। এমন হাসি যে বহুদিন হাসতে পারেননি তিনি।
এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। আর তাই তো হ্যালমেট ও ব্যাট উঁচিয়ে উদযাপনের পরেই গলায় থাকা চেন ও হাতের রিংয়ে চুমু দেন কোহলি। সেঞ্চুরি উৎসর্গ করেন স্ত্রী আনুষ্কা শর্মা ও মেয়ে ভামিকাকে।
বাইরের চাপ ও সমালোচনা সামলে সেঞ্চুরিয়ান কোহলি বলেন, ‘বাইরে থেকে অনেকে অনেক কথাই বলছিল। আমরা পাত্তা দিইনি। শতরানের পর আংটিতে চুমু খেলাম। কারণ, আমার ফিরে আসা এবং সব সময় পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি অবদান এক জন মানুষেরই রয়েছে। সে আমার স্ত্রী আনুষ্কা শর্মা। এই শতরান সবার আগে ওকে এবং আমাদের মেয়ে ভামিকাকে উৎসর্গ করছি।’
অধিনায়ক রোহিত শর্মা না থাকায় আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে নামেন কোহলি। ১৯তম ওভারে ফরিদ আহমেদকে টানা বাউন্ডারি মেরে নব্বই থেকে এক লাফে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন কোহলি।
৫৩ বলে ১১ চার ও ৪ ছয়ে ক্যারিয়ারের ৭১তম শতক হাঁকান ভারতের সাবেক অধিনায়ক। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে এটি প্রথম শতক তার। এর আগে ১০৩ ম্যাচে সর্বোচ্চ ৯৪ রান করেছিলেন কোহলি।