এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার বড় স্কোর পেতে পাকিস্তানের অবদানও কম ছিল না। ম্যাচের টার্নিং পয়েন্টে দুটি ক্যাচ ছেড়েছেন অলরাউন্ডার শাদাব খান। তাও আবার ইনিংসের মোড় ঘুরিয়ে দেওয়া ভানুকা রাজাপাকশের! ফলে ফাইনালে ২৩ রানে হারের পর সব দোষ নিজের কাঁধে নিয়েছেন এই পাক ক্রিকেটার।
টুইটারে ক্যাচ ছাড়ার দায় নিজের কাঁধে নিয়ে শাদাব লিখেন, ‘ক্যাচেস উইন ম্যাচেস। দুঃখিত, এই হারের দায় আমি নিচ্ছি। আমার জন্যই দলটা এভাবে ডুবেছে। ’শাদাবের এই টুইটের পর তা আলোচনার জন্ম দেয় সোশ্যাল মিডিয়ায়।
তবে শাদাবের টুইটের থেকেও শোয়েব মালিকের একটি টুইট বিতর্ক উসকে দিয়েছে। এশিয়া কাপের স্কোয়াডে তার বাদ পড়া নিয়ে আলোচনা ছিল। দলের বাজে হারের পর সমালোচনা করতে ছাড়েননি অভিজ্ঞ এই পাক অলরাউন্ডার। শোয়েব বলেন, ‘আমরা কবে বন্ধুত্ব, পছন্দ বা অপছন্দ করার সংস্কৃতি থেকে বের হবো। আল্লাহ সব সময়ই সততার প্রতি সহায়।’
টুইটটিতে বিস্তারিত কিছু না বললেও দল গঠনে পাকিস্তানে যে পক্ষপাতমূলক আচরণ করা হয়, সেটি স্পষ্ট করেছেন শোয়েব।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল খেলায় অবদান ছিল শোয়েব মালিকের। তবুও গত নভেম্বরের পর দলে আর জায়গা হয়নি তার। এমনকি ঘরোয়া ক্রিকেটে ভাল পার্ফোমেন্স করার পরও।