মন বদলেছে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমারের। পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্লাবও তাকে ছাড়ার জন্য প্রস্তুত। তবে পিএসজি চায় নেইমারকে বিক্রির জন্য ভালো একটি প্রস্তাব। নিজেদের চাওয়া মতো প্রস্তাব পেলেই নেইমারকে ছেড়ে দেবে ফরাসি চ্যাম্পিয়নরা।
গত মৌসুমেই পিএসজি নেইমারকে বিক্রির চিন্তাভাবনা করলেও ভালো কোনো প্রস্তাব পায়নি। নেইমারও তখন পিএসজি ছাড়তে চাননি। তবে সাম্প্রতিক কিছু ঘটনায় নেইমার সিদ্ধান্ত বদল করেছেন।
কিছুদিন আগে পিএসজির কট্টর সমর্থক গোষ্ঠী নেইমারের বাসার সামনে গিয়ে তার ক্লাব ছাড়ার দাবিতে বিক্ষোভ করে। পিএসজি কর্তৃপক্ষ অবশ্য সমর্থকদের এমন আচরণে হতাশা প্রকাশ করে তখনই বিবৃতি দিয়েছে। শাস্তি হিসেবে সেসব সমর্থকের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাবটি। তবে নেইমারকে ধরে রাখার জন্য তারা কতটা ইচ্ছুক, তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
এমনিতেও ফরাসিদের কাছে নেইমারের ভাবমূর্তি আগের মতো নেই। ফরাসি সংবাদমাধ্যমগুলোতে নিয়মিতই নেইমারকে নিয়ে কাটাছেঁড়া হয়।
এত সমালোচনার পর নেইমারও তাই নতুন ঠিকানা খুঁজতে শুরু করেছেন। যদিও পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। পিএসজিতে নেইমারের যে বেতন আর চুক্তির মেয়াদ, তাতে শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের বড় কিছু ক্লাবই তাকে কেনার সামর্থ্য রাখে। গুঞ্জণ রয়েছে, নতুন ঠিকানা হিসেবে নেইমারেরও নাকি পছন্দ ইংলিশ প্রিমিয়ার লিগ।
এই মুহূর্তে ব্রাজিলের ফুটবলে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই নেইমারের। লা লিগাতেও বার্সেলোনা ছাড়া অন্য কোনো দলে খেলতে চান না নেইমার। তবে কাতালান ক্লাবটির বর্তমানে নেইমারকে কেনার কোনো পরিকল্পনা নেই।