লিওনেল মেসির ভবিষ্যৎ গন্তব্য কোথায়? ফুটবল–বিশ্ব এখন এই প্রশ্ন নিয়েই সরগরম। কয়েক দিন আগে একটি বৃটিশ বার্তা সংস্থা জানায়, পিএসজি ছেড়ে সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন মেসি। বার্তা সংস্থাটি ক্লাবের নাম উল্লেখ না করলেও অনেকেই মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে আল-হিলালকেই ধরে নেয়। গত জানুয়ারি থেকেই মেসির আল-হিলালে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।
যদিও তাৎক্ষণিকভাবে মেসির বাবা হোর্হে মেসি এ খবরের সত্যতা অস্বীকার করেন। সেই ধারাবাহিকতায় এবার আল-হিলালের পক্ষ থেকেও মেসির সঙ্গে কোনো চুক্তি না হওয়ার কথা জানানো হয়েছে। আল-হিলালের অস্বীকৃতির খবরটি দিয়েছে একটি স্প্যানিশ সংবাদমাধ্যম।
এদিকে চলতি বছরের শুরু থেকে মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মাঝে সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে তার নাম জড়িয়েও শোনা গেছে নানা গুঞ্জন। তবে এসব গুঞ্জন আরও ডালপালা মেলে কয়েক দিন আগে মেসি সৌদি ভ্রমণে গেলে। মেসির সেই ভ্রমণকে ঘিরেও হয়েছে নানা কীর্তি। কিন্তু তবুও থামেনি মেসির নতুন ক্লাব নিয়ে জল্পনা।
আল-হিলাল জানিয়েছে, শুধু লিখিতই নয়, মৌখিকভাবেও দুই পক্ষের মাঝে চুক্তি নিয়ে এখনও কোনো সমঝোতা হয়নি। তবে মেসির সঙ্গে চুক্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছে সৌদি আরবের সবচেয়ে সফল ক্লাবটি।