ফরাসি ক্লাব পিএসজি ক্যারিয়ারের শেষ ধাপে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ক্লাবে তার শেষ সময়টাও চলছে বেশ তিক্তভাবে। অনুমতি ছাড়া সৌদি আরব ভ্রমণে গিয়ে এই বিশ্বজয়ী মহাতারকা পেয়েছিলেন কড়া শাস্তি। যদিও পরে সেই শাস্তি এক ম্যাচে কমে এসেছে। তবে সেই আলোচনায় থাকার কথা নয় পিএসজির সমর্থক ফোরাম ‘আল্ট্রাসে’র। যারা মেসি-নেইমারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন। মাঠে নেমেও তাদের দুয়ো শুনেছেন মেসি। তবে এদিন মেসিকে সমর্থন দিতে গ্যালারিতে ছিলেন ইনজুরিতে থাকা সতীর্থ নেইমার।
শুধু নেইমারই নন, ভিডিওকলে সেখানে তিনি উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকেও যুক্ত করেন। মনে হচ্ছিল যেন বার্সেলোনার সেই বিখ্যাত এমএসএন ত্রয়ী আবার এক হয়েছে। এই তিন বন্ধুর আক্রমণভাগ নাড়িয়ে দিত যেকোনো পরাশক্তি দলের ডিফেন্সকে।
শত্রুভাবাপন্ন ঘরের মাঠে প্রত্যাবর্তনের ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যেখানে দুয়ো শোনা এখন এই বিশ্বজয়ী ফরোয়ার্ডের জন্য একরকম স্বাভাবিক হয়ে গেছে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই সুর নরম করা প্যারিসিয়ানদের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। পার্ক দ্য প্রিন্সেসের মাঠে যতবারই মেসির পায়ে বল গেছে, ততবারই তিনি ‘আল্ট্রাস’ সমর্থকদের দুয়ো শুনেছেন।
এদিন ৫-০ গোলের বড় ব্যবধানে ম্যাচ জিতলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড গোলে কোনো অবদান রাখতে পারেননি। ফ্রি-কিকসহ তার নেওয়া দুটো শটই ফিরে এসেছে।
মেসি মাঠে থাকাবস্থায় সুয়ারেজের সঙ্গে নেইমারের কথোপকথনের স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ব্রাজিল তারকা। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘একসঙ্গে আমাদের বন্ধু লিওনেল মেসিকে দেখছি। নেইমারের সেই পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সুয়ারেজও। স্প্যানিশ ভাষায় সুয়ারেজ লিখেছেন, ‘আমি সব সময় গ্রেটদের সম্মান করি। সুয়ারেজের এই মন্তব্যের ইঙ্গিতটা স্পষ্ট। মেসি ফুটবল–বিশ্বে কতটা শ্রদ্ধার পাত্র, সেটিই যেন পিএসজির সমর্থকদের মনে করিয়ে দিতে চাইলেন বার্সেলোনার সাবেক এই তারকা।