এখন পর্যন্ত সৌদি আরবের দুটি লিগ থেকে পা হড়কালেও, সবকিছু শেষ হয়ে যায়নি বলে আগেই জানিয়েছিলেন আল-নাসর ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের সেই মন্তব্যের পর টানা দুই ম্যাচে গোল করে দলকে জয় উপহার দিয়েছেন তিনি। তবে তাতেও হয়তো ম্যাচের মূল পরিস্থিতি আঁচ করা যাবে না। কারণ শুরুতে ২-০ গোলে পিছিয়ে থাকলেও, সমতায় ফেরার পর আল-নাসরের জয়সূচক তৃতীয় গোলটি করেছেন পর্তুগিজ তারকা।
শুধু তাই নয়, গোল করার পর সিআরসেভেনের একটি দৃশ্য নজর কেড়েছে সবার। গোল উদযাপনের সময় সতীর্থদের মাঝখানের ফাঁকা জায়গায় সেজদাহ দিয়েছেন রোনালদো। ম্যাচে আল-শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে আল-নাসর।
মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে খেলতে নেমে পিছিয়ে পড়া আল-নাসর দুর্দান্ত কামব্যাকের দৃশ্য উপহার দিয়েছে। দুই গোল হজম করে তারা একে একে তিনটি গোল করে নিশ্চিত করেছে জয়। এদিন আল-শাবাবের ডি-বক্সের মাথা থেকে দূরপাল্লার শটে দারুণ গোল পেয়েছেন রোনালদো। এই জয়ে আল-ইত্তিহাদের সঙ্গে আল-নাসর শিরোপার লড়াই জমিয়ে তুলেছে।
ম্যাচের প্রথমার্ধ যখন শেষ হচ্ছে, তখনও দুই গোলে পিছিয়ে আল নাসর। তবে বিরতিতে যাওয়ার আগমুহূর্তে গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন রোনালদোরা। ৪৪তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা প্রথম গোল শোধ করেন। এটি মৌসুমে তার ষষ্ঠ গোল।
বিরতি থেকে ফেরার ষষ্ঠ মিনিটের মাথায় ছয় গজ দূর থেকে দারুণ ফিনিশিংয়ে নাসরকে সমতায় ফেরান আব্দুল রহমান ঘারিব। এরপরই রোনালদোর অসাধারণ নৈপুণ্য। ৫৯তম মিনিটে ছোট ডি-বক্সের পাশ থেকে ড্রাইভ করে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড জাল কাঁপান। এ নিয়ে মৌসুমের ১৪তম লিগ গোল করলেন এই পর্তুগিজ তারকা।
গোলের পর চিরচেনা ‘সিইইউ’ উদযাপন করেন রোনালদো। এরপরই অবাক করা দৃশ্য। সতীর্থরা যখন তাকে ঘিরে ধরে উল্লাস করছিলেন, তখন হঠাৎ সিজদা করে ক্লাবের মুসলমান সতীর্থদের তিনি চমকে দেন। অথচ মাসখানেক আগেও ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার সময় অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। যার রেশ ধরে তাকে সৌদি আরব থেকে তাড়িয়ে দেওয়ারও দাবি উঠেছিল। তবে এখন দর্শকদের মন জয় করতে শুরু করেছেন এই তারকা ফরোয়ার্ড।