কয়েকদিন আগেও ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় ছিল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দলবদল। তবে সেই আলোচনা থেমে যায় লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়ার ঘোষণা দেওয়ার পর। এরপর তার ভক্ত ও ফুটবলপ্রেমীরা গুগলে খোঁজ করতে থাকেন যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে।
তবে এতে থেমে নেই আল-হিলালের কর্মকর্তারা। তারাও মেসির পরিবর্তে অন্য কোন তারকার খোঁজ করতে থাকেন। যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মেসিকে না পেয়ে এবার নেইমারের দিকে হাত বাড়িয়েছে সৌদি ক্লাবটি।
নেইমারের ঘনিষ্ঠজনদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে এরই মধ্যে নাকি আল হিলালের কর্মকর্তারা প্যারিসে পৌঁছেছেন। আগে থেকেই গুঞ্জন আছে, ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা পিএসজি ছাড়তে চান। অন্যদিকে, আল হিলাল বড় অঙ্কের বেতনের প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুত। সব মিলিয়ে এখন সৌদি কর্মকর্তাদের টার্গেটে রয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
তবে ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলকে বিদায় জানিয়ে এই বয়সেই সৌদি আরবের ফুটবলে নাম লেখাবেন কি না নেইমার, সেটিই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
এর আগে মেসিকে দুই বছরের জন্য ৫০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল আল হিলাল। পরে শোনা গিয়েছিল, প্রস্তাবটা ৬০ কোটি ইউরোর। তবে নেইমারের প্রস্তাবটা এত বড় নয় বলেই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটি। জানা গেছে, নেইমারকে বছরে ২০ কোটি ইউরোর প্রস্তাব দিতে পারে আল হিলাল।