আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড এজেকিয়েল লাভেজ্জিকে তারই পরিবারের এক সদস্য ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল, উরুগুয়ের মালদোনাদোয় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় বুধবার পরিবারের সঙ্গে পার্টিতে ছিলেন লাভেজ্জি। এ সময় তার সঙ্গে প্রেমিকাও ছিলেন। এ পার্টিতেই পরিবারের কেউ তাকে ছুরিকাঘাত করেন।
এতে পেটে ও কণ্ঠনালিতে ক্ষত সৃষ্টি হলে জরুরি সেবা সংস্থাকে ফোন দেয়া হয়। পরে জরুরি সেবায় নিয়োজিতরা এসে তাকে মালদোনাদোর কান্তেগ্রিল সানাতোরিয়াম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন আছেন ৩৮ বছর বয়সী লাভেজ্জি।
তবে, তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, লাভেজ্জিকে কেউ ছুরিকাঘাত করেনি। আলোক বাতি পরিবর্তন করতে গিয়ে মই থেকে পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি।
২০০৮ অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াদের সঙ্গে স্বর্ণপদক জিতেছেন লাভেজ্জি। ২০১৪ বিশ্বকাপ ফাইনালের পরের দুই বছর দুটি কোপা আমেরিকা ফাইনালেও দলের অংশ ছিলেন। কিন্তু এই তিন টুর্নামেন্টের একটিতেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১৬ কোপা আমেরিকায়ই শেষবার আর্জেন্টিনার হয়ে খেলেছেন লাভেজ্জি। ২০১৭ সালে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে থাকলেও তাকে মাঠে নামানো হয়নি। এরপর জাতীয় দলে আর কখনো ডাকও পড়েনি তার।
শীর্ষ পর্যায়ের ফুটবলে লাভেজ্জির যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেসকে দিয়ে। ২০০৭ সালে ডিয়েগো ম্যারাডোনার ক্লাব নাপোলিকে দিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলের সঙ্গে লাভেজ্জির পরিচয় হয়। এরপর খেলেছেন পিএসজিতে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে চলে যান চীনে। চার মৌসুম খেলেন হেবেই চায়না ফরচুনে। ২০১৯ সালের নভেম্বরে এ ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে শেষ ম্যাচ খেলেন এজেকিয়েল লাভেজ্জি।