গেলো সপ্তাহে ঘরের মাঠে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের ম্যাচে কানাডিয়ান ক্লাব ভ্যানকুভারের কাছে ৩-১ গোলে হারের পর সমালোচনার মুখে পড়েছিল মেসি, সুয়ারেজদের দল ইন্টার মায়ামি। সেই দুঃস্বপ্ন অবশেষে কাটিয়ে ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে বাংলাদেশ সময় আজ সকালে নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে হারিয়েছে এমএলএসের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এতে টানা তিন হারের পর জয়ে ফিরলো দলটি।
এদিন, মিয়ামির হয়ে সর্বশেষ গোলটি করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এতে করে, একাধিক ম্যাচে গোল ও জয়খরা কাটিয়ে অবশেষে গোলের দেখা পেয়ছেন বিশ্বকাপ জয়ী এ তারকা। এছাড়া, এদিন টানা ৯ ম্যাচের গোলখরা কাটিয়েছেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজও।
এদিন, ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ৯ মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন পিকল্ট। এরপর, ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার মার্সেলো ওইনগাড। আর ম্যাচের ৩৯ মিনিটে সুয়ারেজ দারুন এক গোলে স্কোরলাইন করে ফেলেন ৩-০। এই গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচের গোলখরা কাটান সাবেক এ উরুগুইয়ান তারকা।
অবশেষে ম্যাচের ৬৭ মিনিটে বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির গোলে, পুরো স্টেডিয়ামজুড়ে মেসি ভক্তদের উন্মাদনা ছড়িয়ে পরে। এতে করে, দলটির হয়ে চলতি বছর ১৩ ম্যাচে ৮ গোল করলেন এলএমটেন, আর ক্যারিয়ারে তার মোট গোল সংখ্যা দাঁড়ালো ৮৫৯টি।
এ জয়ের মধ্যদিয়ে, ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে হাভিয়ের মাশচেরানোর দল। আগামী ১১ মে মেজর লিগ সকারে পরবর্তী ম্যাচে মিনেসোটার বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।