‘মুজিব শতবর্ষ ২০২০’ উপলক্ষে পটুয়াখালীতে ‘মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি বালক ও বালিকা’ শাখার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে সদর উপজেলা পরিষদ মাঠে, উপজেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের তত্বাবধানে এ আয়োজন করা হয়।
খেলায় বালক শাখায় ‘আবদুল হাই বিদ্যানিকেতন’ ৪০-১৭ পয়েন্টে ‘জৈনকাঠি মাধ্যমিক’ দলকে পরাজিত করে এবং বালিকা শাখায় ‘আবদুল হাই বিদ্যানিকেতন’ ৪৩-২৪ পয়েন্টে ‘বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক’ দলকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার।
নিউজ ডেস্ক/বিজয় টিভি