করোনাভাইরাস অতিমারিতে লকডাউনের জেরে বিশ্ব যখন আর্থিক মন্দার গ্রাসে, তখন বাড়িতে বসেই কোটিপতি হচ্ছেন বিরাট কোহালি। শুধু মাত্র ইনস্টাগ্রাম পোস্ট থেকেই তাঁর আয় ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৫ লক্ষ টাকা!
সারা বিশ্বে লকডাউন চলাকালীন ১২ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত বিশ্বের নামী ক্রীড়াবিদেরা ইনস্টাগ্রাম পোস্ট থেকে কত উপার্জন করেছেন, তার সমীক্ষা করে দশ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। শীর্ষ স্থানে রয়েছেন বিরাটের প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর আয় ভারতীয় মুদ্রায় ধরলে ১৮ কোটি টাকা। দ্বিতীয় স্থানে লিয়োনেল মেসি। তাঁর আয় প্রায় ১২ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলীয় তারকা নেমারের আয় প্রায় ১১ কোটি।
কার কত আয়*
রোনাল্ডো ১৮ মেসি ১২ নেমার ১১ শাকিল ৫.৬০ বেকহ্যাম ৩.৮৯ কোহালি ৩.৬৫ জ্লাটান ১.৭৭ ওয়েড ১.৩৮ আলভেস ১.২৯ জোসুয়া ১.১৭ *মূল্য কোটিতে |
এর পরে যথাক্রমে বাস্কেটবল কিংবদন্তি শাকিল ও’নিল, ডেভিড বেকহ্যাম, বিরাট কোহালি, ফুটবলার জ্লটান ইব্রাহিমোভিচ, প্রাক্তন এনবিএ (বাস্কেটবল) তারকা ডোয়েন ওয়েড, ব্রাজিলীয় ফুটবলার দানি আলভেস এবং বক্সার অ্যান্থনি জোসুয়া (দেখুন উপরের তালিকায়)। ক্রিকেটারদের মধ্যে বিশ্বে একমাত্র বিরাটেরই স্থান হয়েছে প্রথম দশে।
সূত্র: আনন্দবাজার