অবশেষে জয় ফুল ফুটল সান্তিয়াগো বার্নাব্যুতে। ঝরল প্রস্বস্তির বৃষ্টি। সেই বৃষ্টিতে বার্নাব্যুর হতাশার গুমোট পরিবেশটা কিছুটা হলেও হালকা হলো। হতাশার ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত বার্নাব্যুতে আলো ফোটানোর নায়ক করিম বেনজেমা ও মার্সেলো। এই দুজনের গোলেই গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে স্বস্তির এই জয় পেয়েছে রিয়াল। জিতেছে ২-১ গোলে।
ম্যাচের ১১ মিনিটেই হতাশার অন্ধকার দূর করে বার্নাব্যুকে নাচিয়ে তোলেন করিম বেনজেমা। এই ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল। এরপর ৫৬ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো।
২-০তে পিছিয়ে পড়েও হতাশায় ভেঙে পড়েনি ভিক্টোরিয়া প্লজেন। চেক ক্লাবটি বরং উজ্জীবিত হয়েই লড়ে যায় ম্যাচে ফেরার জন্য। ৭৮ মিনিটে গোল করে ভিক্টোরিয়াকে ম্যাচে ফিরিয়েও ছিলেন রসোভস্কি। কিন্তু সমতাসূচক গোল আর করতে পারেনি। রিয়াল তাই মাঠ ছাড়তে পেরেছে গুমোট দূর করা জয় নিয়ে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি