জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলের পর সিরিজ জয়ের লক্ষে আজ বুধবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ।
সাফল্যে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাবাই নিজের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন তিনি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের মাশরাফি বলেন, সাফল্য পেতে হলে আমাদের সিনিয়র খেলোয়াড়দের আরো দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকে নিজের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব। তবে আমাদের ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ফজলে রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু।
নিউজ ডেস্ক / বিজয় টিভি