তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এখন মিশন ৩-০ ব্যবধানে সিরিজ জেতা। অন্য দিকে জিম্বাবুয়ের লক্ষ্য অন্তত শেষ ম্যাচটা জিতে একটু সম্মান বাঁচানো। কারণ বাজে একটা বছর কাটানো দলের জন্য সান্তনার একটা জয়ও যে হতে পারে ঘুরে দাঁড়ানোর প্রেরণা।
দুই লক্ষ্য নিয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ের আজ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি আজ দুপুর আড়াইটায় শুরু হবে।
এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে ইতিহাসে ২৩তম সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার তাই স্বাগতিকদের লক্ষ্য আরও বড় হওয়াই স্বাভাবিক। তবে তেমন লক্ষ্যে পরীক্ষা-নিরীক্ষার আভাস পাওয়া গেলো অধিনায়ক মাশরাফির কথায়। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ডাক পেয়েছেন সৌম্য সরকার। এছাড়া গত দুই ম্যাচে একাদশের বাইরে থাকা আবু হায়দার রনি, আরিফুল হক এবং নাজমুল হোসেন শান্তর সুযোগ পাওয়ার সম্ভাবনাও প্রবল। সবমিলিয়ে তৃতীয় ম্যাচটিকে পরীক্ষা-নিরীক্ষার অনতম্য মাধ্যম হিসেবে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
আজ শেষ ম্যাচে দলে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে। শেষ ম্যাচ উপলক্ষে দলে ডাকা হয়েছে অনুশীলন ম্যাচসহ বিভিন্ন জায়গায় রানে থাকা সৌম্য সরকারকে। প্রথম দুই ম্যাচেই ব্যর্থ হওয়া ফজলে মাহমুদ রাব্বির বদলে শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন সৌম্য। তবে তিনি উদ্বোধনীতে ব্যাটিং করার সুযোগ হয়তো পাবেন না। এই ম্যাচে দলে ফিরতে পারেন রুবেল হোসেন। তাকে একাদশে রাখতে হলে একজন পেসারকে বসিয়ে রাখতে হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি