বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে আছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। খেলতে নেমে ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স স্টিভেন স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়ে ঝাঁঝালো পারফরম্যান্স উপহার দিতে পারেনি। টস হেরে ব্যাট করে ৮ উইকেটে ১২৭ রান সংগ্রহ করেছে সিলেট।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরুটা ভালো হয়নি সিলেট সিক্সার্সের। দ্বিতীয় ওভারে বিদায় নেন ওপেনার লিটন। তারপর ভুল বোঝাবুঝিতে বিদায় নিল ওয়ার্নার।
তারপর তরুণ তুর্কিদের বহর থেকে সেভাবে রান আসেনি সিলেটের স্কোর বোর্ডে। আফিফ তিন চার মেরে, সাব্বির এক ছক্কায় ফিরলে স্কোর বোর্ড একটা সময় মনে হচ্ছিলো টেস্টে ম্যাচের। নিকোলাস পুরান রান বাড়ানোর তাড়া দেখালে শত রান পার হয় তাদের। ২৬ বলে ৪১ রানে ফেরা পুরানের সর্বোচ্চ ইনিংসটাই ছিলো ঝড়ো গতির। অলোক কাপালি ২০ বলে ১৯ রান করে ফিরলে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে সিলেট সিক্সার্স।
কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নেন মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ শহীদ। একটি নেন শহীদ আফ্রিদি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি