১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নাসির হোসেন ও তামিমা সুলতানা। বিয়ের পর থেকে বিতর্ক উঠেছে দুজনকে নিয়ে। ২০ ফেব্রুয়ারির দিনজুড়েই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন এই জুটি।
বিয়ের পর পরই স্ত্রী তামিমা তাম্মিকে নিয়ে বিতর্কে জড়িয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। অভিযোগ উঠেছে, প্রথম স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন তামিমা। বিষয়টি নিয়ে গতকাল শনিবার দিনভর চলেছে সমালোচনা। এসব বিতর্কের মধ্যেই গতরাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে জাঁকজমকভাবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন নাসির।
নাসির-তামিমার বিয়ের অনুষ্ঠানে দেখা যায় ক্রিকেটার সৌম্য সরকার, শফিউল ইসলাম, সোহরাওয়ার্দী শুভসহ কয়েকজনকে।