কুমিল্লা চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু কাবাডি কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মি. আবদুল্লাহ আলী আল হামদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার), স্পেশাল ব্র্যাঞ্চের ডিআইজি মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার), ফেনী জেলা পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী বিপিএম(বার), পিপিএম(বার), ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মোঃ আকতার হোসেন বিপিএম(বার)।
উক্ত খেলায় কুমিল্লা কাবাডি দল ৩৯-২৬ পয়েন্টে চৌদ্দগ্রাম রাইজিং স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।