শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিং করছে বাংলাদেশ। উইকেটে থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গী মুমিনুল হকও এবার শতক হাঁকালেন।
এটি নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি মুমিনুল হকের। আর দেশের বাইরে প্রথমবার সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। অন্যপ্রান্তে দেড়শ রান করে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত।
২২৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছানো অধিনায়ক মুমিনুল এ সময় ৯টি চার মারেন। এছাড়া তৃতীয় উইকেট জুটিতে তিনি নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২১৩ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৭৯ রান করেছে বাংলাদেশ।