রোমাকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল ওল্ড ট্রাফোর্ডে সেমি-ফাইনালের প্রথম লেগে স্বাগতিক ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেছেন এডিনসন কাভানি ও ব্রুনো ফার্নান্দেজ।
কোচ ওলে গুনার সুলশারের অধীনে এবার ফাইনালে খেলার লক্ষ্য স্থির করেছে ইউনাইটেড। আগের দুই মৌসুমে চার সেমি-ফাইনালে অংশ নিয়ে ব্যর্থ হয়েছিল দলটি।
পঞ্চমবারের প্রচেস্টায় সফল হবার পথে রয়েছে দলটি। এখন শুধুমাত্র দ্বিতীয় লেগে যদি ধ্বসে যায় তাহলেই কেবল ফাইনালের পথটি রুদ্ধ হবে ইউনাইটেডের।
ম্যাচের শুরুতে ফার্নান্দেজ গোলে এগিয়ে গেলেও কিছু সময়ের মধ্যে লরেঞ্জো পেলেগ্রিনির পেনাল্টি ও এডিন ডেকোর টোকা থেকে আসা গোলে পিছিয়ে যায় স্বাগতিক ইউনাইটেড। কিন্তু সফরকারী ইতালীয়রা বিরতির আগেই ইনজুরির কারণে তিনজন খেলোয়াড়কে হারায়। আর সুযোগ শতভাগ কাজে লাগায় ইংলিশ জায়ান্টরা।
বিরতি থেকে ফিরে পরপর দুটি গোল করে ইউনাইটেডকে ফের চালকের আসনে বসিয়ে দেন কাভানি। এর পর পেনাল্টি থেকে আরো একটি গোল করেন ফার্নান্দেজ। ইউনাইটেডের হয়ে বাকী গোল দুটি করেছেন পল পগবা ও ম্যাসন গ্রীনউড। ফলে ১৯৬৪ সালে রিয়াল মাদ্রিদের পর প্রথমবারের মত ইউরোপীয় সেমি-ফাইনালে ছয় গোলের নজির স্থাপন করে ইউনাইটেড।