টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন মিডল-অর্ডার ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহিদি। আসগর আফগানের স্থলাভিষিক্ত হলেন শাহিদি। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন রহমত শাহ।
এক বিবৃতিতে এমনটাই নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বিবৃতিতে এসিবি জানায়, ‘আসগরের পরিবর্তে জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে ফর্মেটে অধিনায়ক করা হয়েছে শাহিদিকে। তার ডেপুটি হিসেবে কাজ করবেন রহমত।
শীঘ্রই টি-টুয়েন্টি দলের অধিনায়ক ঘোষনা করা হবে। তবে সংক্ষিপ্ত সংস্করনে সহ-অধিনায়ক থাকবেন রশিদ খান।’