ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচের দ্বিতীয় রাউন্ডে সোমবার (০৭ জুন) মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
প্রথমার্ধের খেলায় ভারতের আক্রমণকে ঠেকিয়ে বারবার পাল্টা আক্রমণে উঠছিল বাংলাদেশ। ম্যাচের ৭৯তম মিনিটে গোল করেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। আশিক কুরুনিয়ানের বাঁ দিক থেকে বাঁকানো ডেলিভারি থেকে সুনীল বল পান। তপু বর্মনকে পেছনে রেখে তিনি গোল করেন। এতে ১-০ গোলে এগিয়ে যায় ভারত।
পরে ম্যাচের ৯২তম মিনিটে ভারতের গোল পার্থক্য ২-০ করে দেন সেই সুনীল। ১১ ম্যাচ পর কোনো আন্তর্জাতিক ম্যাচে জয় পেল ভারতীয় ফুটবল দল। এতে ভারতের ঝুলিতে যুক্ত হয় ৩ পয়েন্ট।
বাছাইয়ের সপ্তম ম্যাচে এটি বাংলাদেশের পঞ্চম হার। তারা ২ পয়েন্ট নিয়ে আছে পাঁচ দলের গ্রুপের তলানিতে। প্রথম জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে গেছে ভারত। ইগর স্টিমাচের দলের অর্জন ৭ ম্যাচে ৬ পয়েন্ট।