৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে রাজধানীর হাজারিবাগ থানা পুলিশ। হাজারিবাগ থানা পুলিশ বলছে, আসামি মো: সোহেল(৩৬) কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকতো। এরপর সে মাদকের চালান নিয়ে হাজারিবাগের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এই বিষয়ে পুলিশ বলছে, গ্রেপ্তার মো: সোহেল পাইকারি গাঁজা কিনে হাজারীবাগ থানা এলাকার গণকটুলী এলাকাসহ আশেপাশে উচ্চ দামে এই গাঁজা সরবরাহ করে আসছিলো।
হাজারীবাগ থানার এস আই ( উপ-পরিদর্শক) আরিফ , এএসআই (সহকারী উপ-পরিদর্শক) মহিউদ্দিন এবং তাদের টিম দীর্ঘদিন ধরে তাকে ধরার জন্য অনুসরণ করে আসছিলো। বারবার ধান খেয়ে যাওয়া ঘুঘু এবার কিন্তু ফাঁদে পড়ে যায়। দীর্ঘ প্রতীক্ষা এবং দীর্ঘ ধৈর্য ধারণ করে ছদ্মবেশে খালেককে ৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
এই বিষয়ে হাজারিবাগ থানার এই দুই কর্মকর্তা বলেন, আমাদের প্রচেষ্টা মাধ্যমে হাজারীবাগের মানুষের জন্য কতটুকু কল্যাণ করতে পারছি জানি না। তবে কমপক্ষে ৬ হাজার মানুষকে একবারের জন্য হলেও এই ক্ষুদ্র কাজের মাধ্যমে মাদকমুক্ত রাখতে পেরেছি। মাদক নির্মূলে হাজারীবাগের সকল শ্রেণীর মানুষের কাছে সহায়তা কামনা করেন তারা।