বঙ্গবন্ধুর সাফল্যে সবচেয়ে বড় অবদান ছিলো বঙ্গমাতার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বলেন, বঙ্গবন্ধু জেলে থাকার সময় তার নির্দেশনা নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতেন বঙ্গমাতা। দেশের স্বাধীনতা অর্জনেও বঙ্গমাতার অবদান ছিলো অনেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, মুক্তিযুদ্ধের পর দেশ গঠনেরও তার ভূমিকা অনস্বীকার্য। মুক্তিযুদ্ধের পর, বীরাঙ্গনাদের খোঁজখবর ও দেখভাল করতে বাড়ি বাড়ি গিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
নিউজ ডেস্ক / বিজয় টিভি