নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধের ঘটনায় সাব্বির (১৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
আজ শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর নিশ্চিত করেবার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল সাব্বিরের বলেন, আজ সকালে আইসিইউতে তার মৃত্যু হয়েছে। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে এই ঘটনায় মিতা ১৪ শতাংশ, আফসানা ১০ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
এর আগে শুক্রবার (১২ মার্চ) মিনহাজ নামে এক শিশুর মৃত্যু।
এর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে মাহফুজুল (১২) নামে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়।
বুধবার (১০ মার্চ) দিবাগত রাতে মোহাম্মদ বিশাল নামে আরেকজনের মৃত্যু হয়। এখনও চিকিৎসাধীন আরও তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
গত সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ ফতুল্লার মাজদাইল বাজার এলাকায় একটি বাড়ির ছয় তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়। ওই রাতেই তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।