ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ সময়ে তাদের মৃত্যু হয়।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, তাদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ বাকি ১৩ জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬০০টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৩৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে আরটি পিসিআর টেস্ট ৯৬ এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।