পিরোজপুরের নেছারাবাদে নেশার টাকা না পেয়ে মো: জয়নাল আকন(৭০) নামে এক জনকে পিটিয়ে হত্যা করেছে ছেলে রাজ্জাক আকন(৩৮)। বৃহস্পতিবার বিকালে নেছারাবাদ উপজেলার দক্ষিন মাহামুদকাঠি গ্রামের আকন বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, মাদকাসক্ত রাজ্জাক তার বাবাকে টাকার জন্য চাপ দিলে টাকা দিতে অস্বীকার করে এ সময় ছেলে একটি কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করলে বাবা মাটিতে লুটিয়ে পড়ে। পরে বিকালে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পরই রাজ্জাক আকন পালিয়ে যায়।
নিহত জয়নাল আকনের মেজ ছেলে সুমন আকন বলেন, তার ভাই রাজ্জাক এলাকার একজন চিহ্নিত মাদকাসক্ত লোক। সে কোন কাজকর্ম করতোনা সংসারে তার স্ত্রী ছেলে মেয়ে রয়েছে। সে মাদকাসক্ত হওয়ায় তার সংসার বাবা ও অন্য ভাই মিলে চালাত। সে প্রায় নেশার টাকার জন্য বাবা ও ভাইদের সাথে ঝগড়া বিবাদ করত। ঘটনার দিন বিকালে রাজ্জাক বাড়ীতে এসে বাবার কাছে নেশার টাকা চায়। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। সে বাবাকে বকাঝকা করতে থাকে। একপর্যায়ে রাজ্জাক বাবাকে কোদাল দিয়ে মাথায় একটি সজোরে পিটান দেয়। এতে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে বাবা।
এ বিষয়ে খবর পেয়ে সাথে সাথে নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন, নেছারাবাদ থানার ওসিসহ সরেজমিনে ঘটনাস্থাল পরিদর্শন করে।
এ সময় পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।