সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বিন্নাদারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রঞ্জুয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- পাবনার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের আবু সামার ছেলে আলামিন হোসেন ও একই গ্রামের রফিক প্রামাণিকের ছেলে মো. মোস্তফা।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল হক বলেন, মোটরসাইকেলকে চাপা দিয়ে বেড়াগামী একটি বাস পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী আলামিন হোসেন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত মো. মোস্তফাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এসআই মো. রঞ্জুয়ার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।