কুষ্টিয়ার কুমারখালীতে ” শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী ” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন ও চলচ্চিত্র প্রদর্শণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস আয়োজনে বুধবার সকাল ১১ টায় যদুবয়রা ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল আলম।
জেলা সহকারি তথ্য অফিসার শিল্পী মন্ডলের সঞ্চালনায় এবং জেলা তথ্য অফিসার আমিরুল আজম সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল হক, প্রবীণ আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।