কুষ্টিয়ার কুমারখালীতে ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাকালীন কমান্ডার মরহুম লুৎফর রহমান স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দদের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলার পান্টি ইউনিয়নের ডাঁসা গ্রামের পাঁচ শহীদের কবরস্থান চত্ত্বরে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪( কুমারখালী ও খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ – সভাপতি ও যুদ্ধাকালীন মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন, সাবেক জেলা কমান্ডার (১) বীর মুক্তিযোদ্ধা মুন্সী আবু আহসান বরুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, খোকসা উপজেলার মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার মঞ্জিল আলী, বিশিষ্ট সমাজসেবক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মৃধা, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামসহ প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে যুদ্ধাকালীন কমান্ডারবৃন্দ, মুক্তিযোদা সংসদের সাবেক কমান্ডারবৃন্দ, যুদ্ধাকালীন সহযোদ্ধা বৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলামের সন্তান রেজাউল ইসলাম। শোকসভা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।