কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৩ জেলেকে ৩৮ হাজার টাকা জরিমানা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি চার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
শনিবার সকালে ইলিশের প্রজননের এই ভরা মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে পদ্মা নদীতে ইলিশ শিকার করায় তাদের এই জরিমানা করা হয়। পরে সবার উপস্থিতিতে কয়া বেড়কালোয়া ঘাট এলাকায় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, ক্ষেত্র সহকারী গৌতম কুমার রায় সহ পুলিশ সদস্যরা।
অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলছে। এ মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যক্তি মাছ ধরার চেষ্টা করছেন। তবে এর বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।