আগামি বাজেটে শিক্ষাখাতে প্রয়োজনীয় বরাদ্ধ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
সকালে জাতীয় প্রেসক্লাবে ‘মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস’ আয়োজিত “আগামি বাজেট ও শিক্ষাখাত: আমাদের প্রত্যাশা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বলেন, শিক্ষার জন্য যেখানে যা করণীয় আমাদের সরকার তা করতে অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বর্তমান সরকার শিক্ষানীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি