টাঙ্গাইলের বাসাইলে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।
সকালে, পিবিআই পুলিশ সুপার সিরাজ আমিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইলের বাসাইল উপজেলার ভাটপাড়া এলাকার স্বপন মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল, একই এলাকার আনন্দ মন্ডলের ছেলে চঞ্চল চন্দ্র মন্ডল ও লালিত সরকারের ছেলে বিজয় সরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক খন্দকার আশরাফুল কবিরের নেতৃত্বে একটি চৌখস দল অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিন আসামীকে গ্রেপ্তার করেন। মামলা সূত্রে জানা যায়, গত ২৬ মে ধর্ষণের শিকার হওয়া ওই শিক্ষার্থীর মা বাড়ির বাইরে গেলে, আসামীরা ঘরে প্রবেশ করে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। বিষয়টি ধামাচাপা দিতে ধর্ষকরা এসময় ওই শিক্ষার্থীর গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ মে সাভার এনাম মেডিকেল হাসপাতালে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে গত ৪ জুন ময়নাতদন্তের রির্পোটে ধর্ষণের আলামত পাওয়া গেলে ওই দিনই নিহতের বাবা বাদি হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেন। সোমবার দুপুরে আসামীদের আদালতে পাঠানো হয়।