নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাশার (২৫) হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগতরাতে ফেনীর দাগনভূঞা উপজেলার বাড়াই গোবিন্দ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হাসান (৩১) উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাপুর গ্রামের আবু মিয়ার ছেলে ও জয় (২১) একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলের পাশের খাল থেকে ২টি ধারালো কিরিছ, ১টি লোহার রড এবং হাসানের প্রজেক্ট থেকে ১টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
এ মামলার এখন পর্যন্ত দুই দফায় মোট ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।