ভালুকায় বন বিভাগের ১২৭ শতাংশ জমি আত্মসাতের মামলায় বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক।
বৃহস্পতিবার কমিশন এ অনুমোদন দেয়। দুদকের উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিগগিরই বিচারিক আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হবে। ২০১৭ সালে ১৯ অক্টোবর ভালুকা মডেল থানায় এ বিষয়ে একটি মামলা হয়। মামলার তদন্ত করেন দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. এনামুল হক।