বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ৫০টিরও বেশি দোকান। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। থানচি ফায়ার সার্ভিসের লিডার পেয়ার মোহাম্মদ জানান, শনিবার (২৫ মার্চ) সকাল ৮টায় এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, থানচি বাজারে হঠাৎ আগুন লেগে চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা মিলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুনে প্রায় ৫০টির বেশি দোকান পুড়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ-ছয় কোটি টাকা।
পেয়ার মোহাম্মদ জানান, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানা যাবে।