নিউজ ডেস্ক / বিজয় টিভি
চাঁদপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এছাড়া, একই উপজেলার অপর ইউনিয়নে ইট বোঝাই পিকআপের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন আরো একজন।
পৃথক দু’টি ঘটনায় আহত হয়েছেন ৬ জন। স্থানীয়রা জানায়, ভোরে সিএনজি চালিত একটি অটোরিকশা হাজীগঞ্জ থেকে চাঁদপুরের দিকে আসছিল। এসময় মহাসড়কের গাবতলী এলাকায় একটি বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এমরান মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ফাতেমাকে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। অপরদিকে মান্দারি চেয়ারম্যান মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় ইট বোঝাই পিকআপের নিচে পিষ্ট হয়ে ঝরনা বেগম নামে এক নারী নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি