দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।
জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে মাছের গাড়ির সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এতে রায়পুর গ্রামের মো. বুরহান উদ্দিনের ছেলে শাহানুর মিয়া ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। আহতদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি